ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম এন্ড হসপিটালিটি পরীক্ষার কন্ট্রোলরুম সংক্রান্ত বিজ্ঞপ্তি

 ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম এন্ড হসপিটালিটি পরীক্ষার কন্ট্রোলরুম সংক্রান্ত বিজ্ঞপ্তি  প্রকাশ করেছেন কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইট এ http://www.bteb.gov.bd/

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম এন্ড হসপিটালিটি পরীক্ষার কন্ট্রোলরুম সংক্রান্ত বিজ্ঞপ্তি

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব নিয়মিত এবং ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা-২০২৩ এবং সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমের পরীক্ষা আগামী ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রি. তারিখ হতে বোর্ড নির্ধারিত কেন্দ্রসমূহে শুরু হয়ে পরীক্ষার সময়সূচি মোতাবেক ২৩-ডিসেম্বর, ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা এবং ২৪ ডিসেম্বর, ২০২৩ হতে ৩১ ডিসেম্বর, ২০২৩ খ্রি. পর্যন্ত (শুক্র ও শনিবারসহ) ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে পরীক্ষা চলাকালীন সময়ে সার্বক্ষণিক কেন্দ্রসমূহকে সহযোগিতা করা ও পরীক্ষার তথ্য সংগ্রহ করার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

পোস্ট এর সূচিপত্রঃ

১ । সার্বিক তত্ত্বাবধানে:
২। কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্তগণ :
৩। পরীক্ষা চলাকালীন কন্ট্রোল রুমের মোবাইল: 01730476491 এবং 01730476492
৪। কন্ট্রোল রুমে দৈনন্দিন পরীক্ষার তথ্য পাঠানোর প্রক্রিয়াঃ
৫। অনলাইনে Absent & Expelled এর রোল নম্বর এন্ট্রি করার প্রক্রিয়াঃ
৬। উত্তরপত্র ও লিথো Top Part ও অন্যান্য ডকুমেন্টস ডাকযোগে বোর্ডে পাঠানোর ঠিকানা:

সার্বিক তত্ত্বাবধানে:

১. জনাব মো. আলী আকবর খান, চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা ।
২. জনাব মো. মিজানুর রহমান, সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা ।
৩. জনাব মো. কেপায়েত উল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা ।

কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্তগণ :

১. প্রকৌশলী মোহাম্মদ আবুল শাহিন কাওছার সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা)। মোবাইল: 01712251917
২. প্রকৌশলী মো. খোরশেদ আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়)। মোবাইল: 01712000199/01860854740 (প্রশ্নপত্র সংক্রান্ত বিষয়ে)
৩. প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান, সিস্টেম এনালিস্ট। মোবাইল: 01711366924 (অনলাইন সংক্রান্ত বিষয়ে)
৪. জনাব মো. সাখাওয়াত হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়)। মোবাইল: ০১৫৫৮৩৫৬২৮৮ (প্রশ্নপত্র সংক্রান্ত বিষয়ে) ৪. জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক -১ (ডিপ্লোমা)। মোবাইল: 01558854815
৫. জনাব মো. রেজভী হোসেন, সহকারী প্রোগ্রামার, মোবাইল : 01685913092
৬. জনাব মো. ইলিয়াস হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক -২ (ডিপ্লোমা)। মোবাইল: 01575682517
৭. জনাব মো. আতাউর রহমান, উচ্চমানসহকারী কাম ডাটা প্রসেসর। মোবাইল: ০১937989035

পরীক্ষা চলাকালীন কন্ট্রোল রুমের মোবাইল: 01730476491 এবং 01730476492

ই-মেইল: 1. bteb.controller@gmail.com 2. bteb.diploma.examination@gmail.com
3. dcconbteb@gmail.com (প্রশ্নপত্র সংক্রান্ত বিষয়ে)

কন্ট্রোল রুমে দৈনন্দিন পরীক্ষার তথ্য পাঠানোর প্রক্রিয়াঃ

[সকালের পরীক্ষার তথ্য দুপুর ১২:০০ ঘটিকা এবং বিকালে পরীক্ষার তথ্য বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে।]
www.bteb.gov.bd > অনলাইন তথ্য প্রেরণ/গ্রহণ > Center Examinee & Absent / Expelled তথ্য প্রেরণ পেজের > Center Examinee Info Entry Diploma in Engg. & Tourism (link 1, link2 link3) লিংকে ক্লিক করে Course Curriculum 15 Diploma in Engg. / 16 Diploma in Tourism নির্বাচন করে Center code ও Password দিয়ে Login করে পরীক্ষার দৈনিক তথ্য পাঠাতে হবে।

অনলাইনে Absent & Expelled এর রোল নম্বর এন্ট্রি করার প্রক্রিয়াঃ

www.bteb.gov.bd > অনলাইন তথ্য প্রেরণ/গ্রহণ > Center Examinee & Absent / Expelled তথ্য প্রেরণ পেজের > Diploma In Engg. & Tourism Absent / Expelled Entry (Link 1, Link 2, Link 3 ) তথ্য প্রেরণ >লিংকে Course Curriculum: 15-Diploma-in- Engg. /16-Diploma-in Tourism>Exam Year 2023 > Subject Code নির্বাচন করে Center code ও Password দিয়ে Login করে পরীক্ষার Absent / Expelled তালিকা Entry
করতে হবে।

উত্তরপত্র ও লিথো Top Part ও অন্যান্য ডকুমেন্টস ডাকযোগে বোর্ডে পাঠানোর ঠিকানা:

পরীক্ষা নিয়ন্ত্রক
দৃষ্টি আকর্ষণ: উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড উপডাকঘর
আগারগাঁও, ঢাকা-১২১০।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলকে উপরোক্ত নির্দেশনা অনুসরণ পূর্বক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।


Post a Comment

Previous Post Next Post
This Template Designed By e10Script