HSC results to be published 26 - এইচএসসি পরীক্ষার পুন:নিরীক্ষণের নিয়মাবলী ২০২৩ সাল

 HSC results to be published 26 - এইচএসসি পরীক্ষার পুন:নিরীক্ষণের নিয়মাবলী ২০২৩ সাল 


HSC results to be published 26 - এইচএসসি পরীক্ষার পুন:নিরীক্ষণের নিয়মাবলী ২০২৩ সাল

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলী 

ফলাফল পুনঃনিরীক্ষণের সময়কাল

২৭/১১/২০২৩ থেকে ০৩/১২/২০২৩ তারিখ পর্যন্ত

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। 

 
মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> দিয়ে রোল নম্বর লিখে আবার <Space> দিয়ে Subject Code লিখে 16222 নম্বরে SMS করতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা হারে ফি প্রযোজ্য হবে।


ফিরতি SMS-এ একটি PIN Number প্রদান করা হবে। অতঃপর Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে Yes লিখে <Space> দিয়ে PIN Number লিখে <Space> দিয়ে Contact Mobile Number (যেকোন অপারেটরের নম্বর) লিখে 16222 নম্বরে SMS করতে হবে।


পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়/পত্রের কোড আলাদা করে লিখতে হবে। যেমন- পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের/পত্রের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> DIN< Space> Roll Number <Space>174,175,176,177 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা হারে ফি প্রযোজ্য হবে এবং দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রেই আবেদন করতে হবে। ম্যানুয়াল কোন আবেদন গ্রহণ করা হবে না ।


Example :
1st Step :
RSC<Space>DIN<Space>Roll No <Space> Subject Code & Send to 16222
2nd Step :
RSC<Space>YES<Space>PIN<Space>Contact Mobile No & Send to 16222

Post a Comment

Previous Post Next Post
This Template Designed By e10Script