Ssc and Dhakhil Vocational admit card download | এসএসসি ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের প্রবেশপত্র ডাউনলোড

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৪ এর প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করা (প্রতিষ্ঠান করবে) ও পরীক্ষার লিথোযুক্ত উত্তরপত্র, বাস্তব প্রশিক্ষণ বই ও প্রয়োজনীয় ডকুমেন্টস বোর্ড হতে গ্রহণ প্রসঙ্গে।

Ssc and Dhakil Vocational admin card download

 এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বোর্ডের 2024 সনের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রবেশপত্র নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনলাইন থেকে প্রতিষ্ঠানসমূহকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

পরীক্ষার ফি সম্পূর্ণ পরিশোধ থাকা সাপেক্ষে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগের প্রতিষ্ঠানসমূহকে Admit Card ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। সময়সীমা 30/01/24 খ্রিঃ থেকে 01/02/24 খ্রিঃ

পরীক্ষার ফি সম্পূর্ণ পরিশোধ থাকা সাপেক্ষে ঢাকা বিভাগ (ঢাকা জেলা ব্যতিত), ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের (চট্টগ্রাম জেলা ব্যতিত) প্রতিষ্ঠানসমূহকে Admit Card ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। সময়সীমা 03/02/24 খ্রিঃ থেকে 05/02/24 খ্রিঃ

পরীক্ষার ফি সম্পূর্ণ পরিশোধ থাকা সাপেক্ষে ঢাকা ও চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠানসমূহকে Admit Card ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। সময়সীমা  06/02/24 খ্রিঃ থেকে 08/02/24 খ্রিঃ

জরুরী বার্তা: প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন ফি হালনাগাদ পরিশোধ না থাকলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবেনা। প্রযোজ্য ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড নবায়ন করা না থাকলে Admit Card ডাউনলোড করে প্রিন্ট করা যাবেনা। রেজিস্ট্রেশন শাখার মাধ্যমে নবায়ন করা সাপেক্ষে অনলাইন থেকে Admit Card ডাউনলোড করে প্রিন্ট করা যাবে ।

প্রবেশপত্র প্রিন্ট করার ক্ষেত্রে পেপার সাইজ: A4 (সাদা ৮০ গ্রাম অফসেট পেপার), কালার প্রিন্ট করতে হবে। প্রয়োজনে হেল্পলাইন নম্বর: 01550620604, 01876397138

অবশ্যই করণীয়: প্রবেশপত্রের নির্ধারিত স্থানে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সীল প্রদান বাধ্যতামূলক

(খ) ২০২৪ সনের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার লিথোযুক্ত উত্তরপত্র, বাস্তব প্রশিক্ষণ বই ও প্রয়োজনীয় ডকুমেন্টস (বিতরণ শাখা হতে) নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী কেন্দ্র গ্রহণ করবেন।
Ssc and Dhakil Vocational admin card download

Ssc and Dhakil Vocational admin card download

3 Comments

Previous Post Next Post
This Template Designed By e10Script