ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কন্ট্রোলরুম সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কন্ট্রোলরুম সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইট এ http://www.bteb.gov.bd/

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কন্ট্রোলরুম সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্ব নিয়মিত এবং ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা-২০২২ আগামী ০৯ জুলাই, ২০২৩ খ্রি. তারিখ হতে বোর্ড নির্ধারিত কেন্দ্রসমূহে শুরু হয়ে পরীক্ষার সময়সূচি মোতাবেক ০৫ আগষ্ট, ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা এবং ০৬ আগস্ট, ২০২৩ হতে ১৩ আগষ্ট, ২০২৩ খ্রি. পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে পরীক্ষা চলাকালীন সময়ে সার্বক্ষণিক কেন্দ্রসমূহকে সহযোগিতা করা ও পরীক্ষার তথ্য সংগ্রহ করার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

পোস্ট এর সূচিপত্রঃ

১।সার্বিক তত্ত্বাবধানে
২।কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্তগণ
৩।পরীক্ষা চলাকালীন কন্ট্রোল রুমের মোবাইল
৪।কন্ট্রোল রুমে দৈনন্দিন পরীক্ষার তথ্য পাঠানোর প্রক্রিয়া
৫।অনলাইনে Absent & Expelled এর রোল নম্বর এন্ট্রি করার প্রক্রিয়া
৬।উত্তরপত্র ও লিথো Top Part ও অন্যান্য ডকুমেন্টস ডাকযোগে বোর্ডে পাঠানোর ঠিকানা

সার্বিক তত্ত্বাবধানে:

১. জনাব মোঃ আলী আকবর খান, চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।
২. জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।
৩. জনাব মোঃ কেপায়েত উল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।

কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্তগণ :

১. প্রকৌশলী মোহাম্মদ আবুল শাহিন কাওছার সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা)। মোবাইল: 017122519১৭
২. প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়)। মোবাইল: 01712000199/01781957৬৮৯ (প্রশ্নপত্র সংক্রান্ত বিষয়ে
৩. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আলম, সিস্টেম এনালিস্ট। মোবাইল: 01912528253 (অনলাইন সংক্রান্ত বিষয়ে
৪. জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক -১ (ডিপ্লোমা)। মোবাইল: 01558854815
৫. জনাব মোঃ রেজভী হোসেন, সহকারি প্রোগ্রামার, মোবাইল : 01685913092
৬. জনাব মোঃ ইলিয়াস হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক -২ (ডিপ্লোমা)। মোবাইল: 01575682517
৭. জনাব মোঃ আতাউর রহমান, উচ্চমান সহকারী কাম ডাটা প্রসেসর। মোবাইল: 019379890355

 

পরীক্ষা চলাকালীন কন্ট্রোল রুমের মোবাইল: 01730476491 এবং 01730476492

ই-মেইল: 1. bteb.controller@gmail.com 2. bteb.diploma.examination@gmail.com
3. dcconbteb@gmail.com (প্রশ্নপত্র সংক্রান্ত বিষয়ে)

কন্ট্রোল রুমে দৈনন্দিন পরীক্ষার তথ্য পাঠানোর প্রক্রিয়াঃ

[সকালের পরীক্ষার তথ্য দুপুর ১২:০০ ঘটিকা এবং বিকালে পরীক্ষার তথ্য বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে।] www.bteb.gov.bd > অনলাইন তথ্য প্রেরণ/গ্রহণ > Center Examinee & Absent / Expelled তথ্য প্রেরণ পেজের > Center Examinee Info Entry Diploma in Engg. & Tourism (link 1, link 2, link3) লিংকে ক্লিক করে Course Curriculum: 15-Diploma-in-Engg. / 16-Diploma in Tourism নির্বাচন করে Center code ও Password দিয়ে Login করে পরীক্ষার দৈনিক তথ্য পাঠাতে হবে।

অনলাইনে Absent & Expelled এর রোল নম্বর এন্ট্রি করার প্রক্রিয়াঃ

www.bteb.gov.bd > অনলাইন তথ্য প্রেরণ/গ্রহণ > Center Examinee & Absent / Expelled তথ্য প্রেরণ পেজের > Diploma In Engg. & Tourism Absent / Expelled Entry (Link 1, Link 2, Link 3 ) তথ্য প্রেরণ >লিংকে ক্লিক করে Course Curriculum : 15 - Diploma in Engg. / 16 - Diploma in Tourism > Exam Year 2022 > Subject Code নির্বাচন করে Center code ও Password দিয়ে Login করে পরীক্ষার Absent / Expelled তালিকা Entry

উত্তরপত্র ও লিথো Top Part ও অন্যান্য ডকুমেন্টস ডাকযোগে বোর্ডে পাঠানোর ঠিকানা:

পরীক্ষা নিয়ন্ত্রক
দৃষ্টি আকর্ষণ: উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
ভিলেজ এইড ট্রেনিং ইন্সটিটিউট ডাকঘর, ঢাকা-১২৩২।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলকে উপরোক্ত নির্দেশনা অনুসরণ পূর্বক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।


ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কন্ট্রোলরুম সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কন্ট্রোলরুম সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (PDF) দেখতে অথবা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন|
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কর্মশালা-১ বিজ্ঞপ্তিটি (PDF) দেখতে অথবা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন|

Post a Comment

Previous Post Next Post
This Template Designed By e10Script