Ssc (vocational) and Dakhil (vocational) Exam Routine - ২০২৩ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণি সমাপনী পরীক্ষার সময়সূচি

Scc (vocational) and Dakhil (vocational) Exam Rountine - ২০২৩ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণি সমাপনী পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইট এ http://www.bteb.gov.bd/ 

Scc (vocational) and Dakhil (vocational) Exam Rountine
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৩ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণি সমাপনী পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন ।

বাস্তব প্রশিক্ষণ :

২৫/১১/২০২৩ খ্রিঃ তারিখ হতে ২/১২/২০২৩ খ্রিঃ ৪/১২/২০২৩ খ্রিঃ তারিখ হতে ৭/১২/২০২৩ খ্রিঃ
৩/১২/২০২৩ খ্রিঃ হতে ১৪/০১/২০২৪ খ্রিঃ পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে এবং ১৮/০১/২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে বাস্তব প্রশিক্ষনের নম্বর ট্রেড ভিত্তিক অন-লাইনের মাধ্যমে বোর্ডে প্রেরণ করতে হবে।

বিশেষ নির্দেশাবলি:

(ক) প্রশ্নপত্রে উল্লিখিত সময় ও নম্বর অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
(খ) অনুষ্ঠিতব্য পরীক্ষার বিষয় সমুহের মধ্যে রেফার্ড থাকলে ব্যাবহারিক ও তাত্ত্বিক উভয় অংশে পরীক্ষা দিতে হবে এবং পৃথকভাবে পাস করতে হবে।
(গ) পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
(ঘ) পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক (নন প্রোগ্রামবল) ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
(ঙ) কেন্দ্র সচিব ব্যতিত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে কেন্দ্র সচিব ক্যামেরা বিহীন সাধারণ মোবাইল ব্যবহার করতে পারবেন ।
(চ) পরীক্ষার্থীর তত্ত্বীয় ও ব্যাবহারিক পরীক্ষায় উপস্থিতির জন্য একই হাজিরা শীট ব্যবহার করতে হবে।
(ছ) ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
(জ) কোনভাবেই পরীক্ষা শুরুর ৩০ মিনিটের পূর্বে প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবেনা

 Ssc (vocational) and Dakhil (vocational) Exam Routine 

Ssc (vocational) and Dakhil (vocational) Exam Routine

Ssc (vocational) and Dakhil (vocational) Exam Routine


Post a Comment

Previous Post Next Post
This Template Designed By e10Script