JSC Vocational Curriculum Online Registration - জেএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার বিজ্ঞপ্তি

JSC Vocational Curriculum  Online Registration - জেএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইট এ http://www.bteb.gov.bd/

JSC Vocational Curriculum  Online Registration
জেএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার বিজ্ঞপ্তি
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম পরিচালনাকারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রধানদের নিম্নোক্ত সময়সূচি অনুযায়ি 2023 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শিক্ষার্থীর ভর্তির যোগ্যতা: কোন অনুমোদিত বিদ্যালয়/মাদ্রাসা হতে প্রাথমিক/ইবতেদায়ী/সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ সাধারণ/মাদ্রাসা/কারিগরি শিক্ষা ধারায় ৭ম শ্রেণী উত্তীর্ণ।

ডাটা এন্ট্রি: ০৪-০৯-2023 খ্রি. থেকে ১৫-09-2023 খ্রি. পর্যন্ত।
রেজিস্ট্রেশন: ১৬-০৯-2023 খ্রি. থেকে 21-09-2023 খ্রি. পর্যন্ত।
পেমেন্ট: ১৭-০৯-২০২৩ খ্রি. থেকে ২১-০৯-২০২৩ খ্রি. পর্যন্ত।
ফাইনাল লিস্ট প্রিন্ট: ফি পরিশোধিত হওয়ার পর।

৮ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৩১-১২-২০২২ খ্রি. তারিখে ১২+ হতে হবে।

ই-সেবা প্ল্যাটফর্ম (bteb.gov.bd>ই-সেবা/bteberp.com) এর মাধ্যমে প্রতিষ্ঠানসমূহকে ইউজার ম্যানুয়াল (সংযুক্ত) অনুসারে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে হবে।

ফিসের বিবরণ (শিক্ষার্থী প্রতি): রেজিস্ট্রেশন ফি ১৩০.০০ টাকা, রেড ক্রিসেন্ট ফি ৮.০০ টাকা, স্কাউট/গার্লস গাইড ফি ১৫.০০ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭.০০ টাকা সহ সর্বমোট ১৬০.০০ (একশত ষাট) টাকা হারে একত্রে প্রতিষ্ঠান প্রতি সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে।

রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করার সময় রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার প্রমাণক হিসেবে ব্যাংক জমা রশিদ এর মূলকপি অবশ্যই প্রদর্শন করতে হবে।

২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন ফি পরিশোধের প্রমাণপত্রের ফটোকপি জমা দিতে হবে।

নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন করতে না পারলে সমুদয় দায় প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে।

প্রতিটি প্রতিষ্ঠানের ৮ম শ্রেণীতে ০২ টি সেকশনে ৬০ জন করে সর্বোচ্চ ১২০ (একশত বিশ) জন শিক্ষার্থীর বেশি রেজিস্ট্রেশন করা যাবে না।

রেজিস্ট্রেশন কার্ড উত্তোলনের সিডিউল পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।


JSC Vocational Curriculum  Online Registration 

JSC Vocational Curriculum  Online Registration


 JSC Vocational Curriculum  Online Registration - জেএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার বিজ্ঞপ্তিটি (PDF) দেখতে অথবা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন| 
 

Post a Comment

Previous Post Next Post
This Template Designed By e10Script