ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি শিক্ষাক্রমের পরীক্ষার মিসিং TC, PC, PF এবং GPA এন্ট্রি সংক্রান্ত বিজ্ঞপ্তি

ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি শিক্ষাক্রমের পরীক্ষার মিসিং TC, PC, PF এবং GPA এন্ট্রি সংক্রান্ত বিজ্ঞপ্তিবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইট এ http://www.bteb.gov.bd/ 

ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি শিক্ষাক্রমের পরীক্ষার মিসিং TC, PC, PF এবং GPA এন্ট্রি সংক্রান্ত বিজ্ঞপ্তিবিজ্ঞপ্তি


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি শিক্ষাক্রমের জুন, ২০২৩ মাসে অনুষ্ঠিত ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব নিয়মিত ৫ম ও ৭ম পর্ব অকৃতকার্য বিষয়, ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা-২০২২ এর পরীক্ষার্থীদের TC, PC এবং PF নম্বর অনেক প্রতিষ্ঠান/কেন্দ্র নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এন্ট্রি করেনি। এছাড়া ৮ম পর্বের অনিয়মিত পরীক্ষার্থীদের ১ম/ ২য়/ ৩য় পর্বের GPA নম্বরও নির্ধারিত সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠান অনলাইনে এন্ট্রি করেনি। ফলে এসকল পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশে জটিলতা সৃষ্টি হচ্ছে। উল্লিখিত মিসিং নম্বরসমূহ অনলাইনে এন্ট্রি করার জন্য প্রতিষ্ঠান/ কেন্দ্রসমূহকে পুনরায় আগামী ১৭-০৭- ২০২৩ খ্রি. হতে ২০-০৭-২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত সুযোগ দেয়া হলো। উক্ত সময়ের মধ্যে এসকল মিসিং নম্বরসমূহ অনলাইনে এন্ট্রি করার প্রক্রিয়া নিম্নে দেয়া হলো।

মিসিং TC, PC ও PF নম্বর এন্ট্রি: www.bteb.gov.bd > অনলাইন তথ্য প্রেরণ/গ্রহণ ব্লক > TC/PC/PF মার্ক ও GPA এন্টি > Diploma in Medical Technology TCPCPF Missing Mark Submission Link এ প্রতিষ্ঠান/ কেন্দ্রের তথ্য দিয়ে লগইন করে Missing নম্বরসমূহ এন্ট্রি করতে হবে।
মিসিং GPA এন্ট্ৰি: www.bteb.gov.bd > অনলাইন তথ্য প্রেরণ/গ্রহণ ব্লক > TC/PC/PF মার্ক ও GPA এন্টি> Diploma in Medical Technology GPA Submission Link এ প্রতিষ্ঠানের তথ্য দিয়ে লগইন করে Missing GPA এন্ট্রি করতে হবে। উক্ত সময়ের মধ্যে অনলাইনে নম্বরসমূহ এন্ট্রি করতে ব্যর্থ হলে ঐসকল পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশে জটিলতার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ কেন্দ্রই দায়ী থাকবে।


মেডিকেল টেকনোলজি

ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি শিক্ষাক্রমের পরীক্ষার মিসিং TC, PC, PF এবং GPA এন্ট্রি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (PDF) দেখতে অথবা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন|
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কর্মশালা-১ বিজ্ঞপ্তিটি (PDF) দেখতে অথবা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন|

Post a Comment

Previous Post Next Post
This Template Designed By e10Script